চট্টগ্রামের সন্দ্বীপ গুপ্তছড়া ও সীতাকুণ্ডের কুমিরা ফেরি ঘাটের স্পীড বোট ভাড়া দুইশত টাকা এবং সার্ভিস বোটের ভাড়া একশত টাকা নির্ধারণ করার দাবী তে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৮ অক্টোবর রবিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা কমপ্লেক্স সদরে মানববন্ধন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্তের সঞ্চালনায় একে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন, আজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন বেন্ডর, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মাহরুফ হাসান ফয়সাল, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পদক নুরনবী শাকিল,সন্দ্বীপ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল উদ্দিন, এসময় বক্তারা বলেন স্পীড বোট ভাড়া জনপ্রতি সর্বোচ্চ দুই শত টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা, ইঞ্জিন চালিত বোট ভাড়া একশত টাকার মধ্যে সীমাবদ্ধ করা দাবি জানান, পরে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার কাছে দশ দফা দাবিতে স্মারক লিপি পেশ করেন। তার মধ্যে রয়েছে স্পিড বোট ভাড়া ২০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা, ইঞ্জিন চালিত ভাড়া ১০০ টাকা করা, প্রবাসী যাত্রীদের যাতায়াত ব্যাবস্হায় অগ্রাধিকার দেয়া, ইমার্জেন্সি রোগী পারাপার ও লাশ পরিবহনে তাৎক্ষণিক ব্যাবস্হা নেয়া, যাত্রী সাধারণের সঙ্গে বহনকৃত ২০ কেজি পর্যন্ত মালামালের ভাড়া আদায় না করা, নৌ ঘাটের দুই পাড়ে যাত্রী উঠা নামা ব্যাবস্হা করা, যাত্রী সাধারণের সাথে ঘাট শ্রমিকদের দুব্যবহার বন্ধ করা, টিকিট কাউন্টার জেলা পরিষদ স্হাপন করা, নৌ যাতায়াতে কোন ধরনের যাত্রী হয়রানি না করা।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 



















