পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা বাড়াতে চট্টগ্রামের সন্দ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ সন্দ্বীপ। “পরিবেশের ভারসাম্য রাখতে হলে, গাছ লাগাতে হবে বেশী করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া মাদ্রাসা-ই-আরাবিয়া প্রাঙ্গণে আয়োজন করা হয় এ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সন্দ্বীপ শহর শাখার ইনচার্জ ও গ্রীণ সন্দ্বীপের উপদেষ্টা মোবারক হোসাইন, গ্রীণ সন্দ্বীপের সভাপতি শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা কামরুল হাসান, হুমায়ুন কবির, আব্দুল মালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এখন আর কল্পনা নয়, বাস্তবতা। আমাদের জীবনযাত্রা ও পরিবেশে এর সরাসরি প্রভাব পড়ছে। এই প্রেক্ষাপটে গ্রীণ সন্দ্বীপের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও গঠনমূলক।” তারা আরও বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দিকেও মনোযোগ দিতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের এই কাজে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই পরিবেশ আন্দোলন গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশ-সচেতনতা বাড়াতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং পরিবেশ রক্ষায় গ্রীণ সন্দ্বীপের ভূমিকাকে এলাকাবাসী সাধুবাদ জানায়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং সন্দ্বীপকে একটি সবুজ ও বাসযোগ্য দ্বীপে রূপান্তর করতে সহায়ক হবে।