সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার উদ্যোগে “মেধাবৃত্তি ২০২৪” উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি প্রভাষক মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ এস. এম. আবুল হাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. জাহেদুল মাওলা, উপজেলা সহকারী শিক্ষক অফিসার মো. নাজিম উদ্দীন, বদরশাহ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নির্বাহী পরিচালক মো. মাহাবুবুল মাওলা এবং বিশিষ্ট ব্যাংকার আয়ুব সাদিক।
এছাড়া বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মতিন, সংগঠনের উপদেষ্টা জামশেদুর রহমান, সহ-সভাপতি ও প্রধান শিক্ষক আবুল বাশার, মাস্টার সালাউদ্দিন রাজু, মাস্টার মামুনুর রহমান, প্রচার সম্পাদক ইলিয়াছ সুমন, শিক্ষা সম্পাদক মাস্টার মোশাররফ হোসেন নূর, মাওলানা সিরাজুদ্দৌলা ও অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোস্তাক আহম্মেদ এবং গীতা পাঠ করেন মাস্টার রনজিৎ কুমার শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক কাজী দেলোয়ার হোসাইন।
এসময় সন্দ্বীপের বিভিন্ন বিদ্যালয়ের ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ১ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও ৪ জন শ্রেষ্ঠ সহকারী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং শিক্ষার মানোন্নয়নে সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 


















