জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার সারাদেশে বাস্তবায়ন করছে বনায়ন কার্যক্রম। এরই ধারাবাহিকতায় “বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (৪র্থ পর্যায়)” প্রকল্পের আওতায় সন্দ্বীপে ৩০০০টি বনজ ও ফলজ চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।
চারা বিতরণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের মাঝে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মারুফ হাসান, সোনালী ব্যাংক সন্দ্বীপ শাখার প্রিন্সিপাল অফিসার এস এম একরামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুদর্শন দেন, উপজেলা বন কর্মকর্তা নিজাম উদ্দিন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মানস নন্দীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
চারা বিতরণ শেষে ইউএনও মংচিংনু মারমা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে আমাদের সবাইকে গাছ লাগানোর ব্যাপারে আগ্রহী হতে হবে। এই চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষা এবং প্রজন্মের জন্য সবুজ বিশ্ব গড়ে তুলতে পারি।”
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে সরকার সারাদেশব্যাপী যে বনায়ন কার্যক্রম গ্রহণ করেছে, এই উদ্যোগ তারই অংশ। জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে এমন কার্যক্রমে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।