জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময় এ প্রতিপাদ্য নিয়ে সন্দ্বীপে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে, এ উপলক্ষে সন্দ্বীপে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা কমপ্লেক্স কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ পুরুস্কার বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।বিশেষ অতিথির বক্তব্যে দেন- উপজেলা মৎস্য অফিসর আতিকুল্লাহ ।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্হাপক মানস নন্দী। উপজেলা জনস্বাস্থ্য অফিসার রবিন সরকার।
শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় অংশ গ্রহনকারী ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়। এতে আর ও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দরা ।
এতে সরকারি হাজী আবদুল বাতেন কলেজ প্রথম, মুস্তাফিজুর রহমান কলেজ দ্বিতীয় ও সাউথ সন্দ্বীপ কলেজ তৃতীয় স্হাপন লাভ করে, আর স্কুল পর্যায়ে সন্দ্বীপ আনন্দ পাঠশালা প্রথম, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্হান,সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।