সন্দ্বীপে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও মুক্তআড্ডা অনুষ্ঠিত হয়েছে। “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় সমাজসেবা উপজেলা পরিষদের কনফারেন্সে উপজেলা সমাজসেবা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও ওয়াকাথন বের হয়ে জেলা কমপ্লেক্সে ঘুড়ে এসে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, কৃষি অফিসার মারুফ হোসেন, মৎস্য অফিসার আতিকুল্লাহ, নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, খাদ্য অফিসার মাইফুল ইসলাম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা, দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়নে এবং নিরাপত্তায় সমাজসেবার পাশাপাশি পরিবারের লোকজনকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে ২ জনে সেলাই মেশিন, বিনামূল্যে ঔষধ ৮ জন, আর্থিক অনুদান ১৫ জন প্রদান করা হয়। মুক্ত আড্ডায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান সন্দ্বীপে বয়স্ক ভাতা ১৪৪৮২ জন, বিধবা ৮০২০ জন, প্রতিবন্ধী ৩৬০৭ জন, প্রতিবন্ধী শিক্ষা বৃত্তি ৮৪ জন, হিজরা ৪ জন, অনগ্রসর ভাতা ৯৩ জন, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ৩২ জন
সর্বমোট ২৬৬৯২ জন ভাতা পাচ্ছে।