সন্দ্বীপে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম। সরকার পরিচালিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সী শিশু ও কিশোরদের দেয়া হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)।
রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। প্রথম ধাপে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেয়া হবে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। পরবর্তী ধাপে ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কেন্দ্রগুলোতে বাকি শিশুদের টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কর্মসূচির আওতায় সন্দ্বীপের ৮০ হাজার ৩০৩ জন শিশু-কিশোরকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৪৪ হাজার ৮৩১ জন শিশুর নাম নিবন্ধিত হয়েছে।
কার্যক্রমের উদ্বোধন করা হয় গাছুয়া ঘাট মাঝিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শ্রাবণী বড়ুয়া, ডা. এস এম মোহাম্মদ উল্লাহ মিজান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত এমটি (ইপিআই) মুনসুর আলম এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রুবেল হুসাইন।
প্রথম দিনেই উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩ হাজার ২৩৮ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে।
ডা. মানস বিশ্বাস জানান, “টাইফয়েড প্রতিরোধে এই টিকা ৯৫ শতাংশের বেশি কার্যকর। এক ডোজেই ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা পাওয়া যায়।”
স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে সন্দ্বীপসহ দেশের অন্যান্য এলাকায় শিশুদের টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।