সন্দ্বীপে দি হেভেন ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত মাসে সন্তোষপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শামীম সৌদিআরব আল কাসিম আল – রাজ জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। তার পরিবার আর্থিক অসচ্ছলতা কারণে বাংলাদেশে লাশ আনতে না পারায় আর্থিক সহযোগিতায় নিয়ে এগিয়ে আসে লন্ডন ভিত্তিক সংগঠন দি হেভেন ফাউন্ডেশন।
২৯ অক্টোবর বিকেল ৩ টায় শামীমের বাড়িতে অনুদান প্রদান করেন দি হেভেন ফাউন্ডেশনের সন্দ্বীপের প্রধান সমন্বয়ক ও আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান।
উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সিনিয়র ইন্সট্রাক্টর মোসাদ্দেক হোসাইন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেরইন্সট্রাক্টর অতুল প্রসাদ রায়, কম্পিউটার অপারেটরে জাহিদুল ইসলাম, সাংবাদিক আবদুল হামিদ প্রমুখ।
উল্লেখ্য অনুদান পেয়ে শামিমের পরিবার দি হেভেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুনির মাহমুদ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।