প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
বুধবার (২৫ জুন) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল দুর্যোগের আগে, চলাকালীন ও পরে জরুরি সাড়া প্রদানে করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন ও প্রস্তুত করা। কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রচলিত SOD (Standing Orders on Disaster) অনুযায়ী করণীয়, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, হাইজিন ও স্যানিটেশন নিশ্চিতকরণ, গবাদিপশুর খাদ্য সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ বজায় রাখা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (ত্রাণ – মূল্যায়ন ও পরিবীক্ষণ) এবং উপসচিব মো. জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, “দুর্যোগের সময় প্রশিক্ষিত ও সমন্বিত টিমের তাৎক্ষণিক পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রশিক্ষণ সন্দ্বীপের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় বড় পরিবর্তন আনবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। তিনি বলেন, “উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্রিয় অংশগ্রহণ সন্দ্বীপকে দুর্যোগ প্রস্তুতির দিক থেকে একটি মডেল উপজেলায় রূপ দিতে পারে।”
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, কৃষি অফিসার মারুফ হাসান, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মইন উদ্দিন, অফিসার্স ক্লাবের সেক্রেটারি আক্তারুজ্জামান সুজন, সমবায় অফিসার দিদারুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, বিআরডিবি কর্মকর্তা আজিম উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মানস নন্দি, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিণ সরকার, উপজেলা প্রেস ক্লাব আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, সদস্য সচিব কামরুল হাসান, সাংবাদিক নওশাদ আকরাম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, এবং বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ।
সাম্প্রতিক টর্নেডোসহ প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময়ে কিভাবে দ্রুত ত্রাণ, খাদ্য ও স্বাস্থ্য সহায়তা পৌঁছে দেওয়া যায়—এ বিষয়েও বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।