সন্দ্বীপ উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমাকে বরণ করে নিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। গতকাল সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত অফিসার্স ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত ইউএনও সকল সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মকর্তাদেরকে আরও কার্যকর ও জনবান্ধব সেবা প্রদানে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সেক্রেটারি আক্তারুজ্জামান সুজন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, সোনালী ব্যাংক ম্যানেজার এস. এম. একরামুল হক, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীমসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আন্তরিক পরিবেশে আয়োজিত এই বরণ অনুষ্ঠানে নবাগত ইউএনও’র সদিচ্ছা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।