সন্দ্বীপে ১ নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করছে সন্দ্বীপ থানা পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে ৬০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
সোমবার (৭ এপ্রিল ) বিকেল ৩ টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ মতিয়া বোর্ডের রাস্তার মাথায় সোলেমানের গো নতুন বাড়ী হতে মৃত মাখু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী- সাইফুল ইসলাম প্রকাশ কামরুল (৪০) ও আবু তাহের এর স্ত্রী জোহরা বেগম (৪০) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এবং অন্য আসামী আবু তাহের আরো বিপুল পরিমাণ পলিথিন মোড়ানো ইয়াবা সহ পালিয়ে যায়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম সফিকুল ইসলাম ভূইয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে এই বিপুল পরিমাণ ইয়াবা সহ এক নারী ও) দুইজন কে গ্রেফতার করতে সক্ষম হই। আসামীদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।