চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ঐতিহ্যবাহী পন্ডিতের হাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চারটি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, পাশাপাশি ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মোট ১২০ জন ভোটারের মধ্যে ১১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে নাছির উদ্দীন বাবুল (প্রতীক: আনারস) ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির মেম্বার (মাছ) পেয়েছেন ৩০ ভোট এবং অপর প্রার্থী ফারুক হোসেন (মোবাইল) পেয়েছেন ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে বাপ্পি চন্দ্র গুহ (রিক্সা) ৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী হেলাল উদ্দিন (চেয়ার) পেয়েছেন ৪৪ ভোট।
সহ-সভাপতি পদে সাহাবউদ্দীন (৬৩ ভোট) এগিয়ে থাকলেও কাছাকাছি ব্যবধানে আমিন রসুল (মোটরসাইকেল) পেয়েছেন ৪৮ ভোট।
অর্থ সম্পাদক পদে হেলাল উদ্দিন (তারা) ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর (চাঁদ) পেয়েছেন ৩২ ভোট এবং সাইফুল ইসলাম আপেল পেয়েছেন ২৭ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন:
সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল, প্রচার সম্পাদক মো. মোতাচ্ছের, দপ্তর সম্পাদক কল্যাণ দত্ত, সহ-দপ্তর সম্পাদক বাবুল সাহা এবং সহ-অর্থ সম্পাদক মো. রিয়াদ।
নির্বাচনে তিনজন কমিশনার দায়িত্ব পালন করেন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন ছিল। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও পুরো নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন।