চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১ টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ১৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৮ হাজার ৪০০ জন শিক্ষার্থীর হাতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম শ্রেণীর ৩২০০ দ্বিতীয় শ্রেণীর ২৫০০ তৃতীয় শ্রেণীর ২৭০০ শিক্ষার্থী বই পেয়েছে। বাকি শিক্ষার্থীদের পরবর্তীতে দেয়া হবে।
বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার সন্দ্বীপ পৌরসভার থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেনির ২৫০ জন শিক্ষার্থীর হাতে বই বিতরণের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম ও সহকারী শিক্ষকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।