সন্দ্বীপ ২১ মে ২০২৫ বহুপ্রতীক্ষিত ফেরী চলাচল শুরু হওয়ার পর সন্দ্বীপে উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। এই সুফলের প্রতিফলন হিসেবে প্রথমবারের মতো কনক্রিট পাম্প মেশিন ব্যবহার করে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো।
বুধবার সন্দ্বীপ পৌরসভার আওতাধীন নোয়াজীর গো সড়কে ঢালাইয়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা। উদ্বোধনী কার্যক্রমে তিনি নির্মাণ কাজে উপযুক্ত উপাদান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং সঠিক অনুপাত (রেসিও) বজায় রেখে মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
কাজের অগ্রগতি পর্যবেক্ষণকালে স্থানীয় জনগণও এতে অংশগ্রহণ করেন। তাঁরা জানান, ফেরী চালুর ফলে নির্মাণ সামগ্রী পরিবহন সহজতর হয়েছে, ফলে উন্নয়ন কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। এতে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে বলে তারা মন্তব্য করেন।
পৌর প্রশাসক রিগ্যান চাকমা বলেন, “সন্দ্বীপে ফেরী যোগাযোগ চালুর ফলে উন্নয়নের গতি বেড়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে আমরা উন্নয়ন কাজকে আরও টেকসই ও কার্যকর করতে চাই। এই কার্যক্রম সন্দ্বীপ পৌরসভাকে একটি নতুন উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাবে।”
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, যুবদল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক শওকত তালুকদার, বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সন্দ্বীপের মতো একটি দ্বীপাঞ্চলে কনক্রিট পাম্প মেশিনের মাধ্যমে উন্নয়ন কাজ পরিচালনা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।