পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বদর শাহ তালিমুল উম্মাহ আদর্শ মাদ্রাসায় বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুরআন তিলাওয়াত, সীরাত রচনা, কুইজ ও আজান প্রতিযোগিতা।
একই দিনে মাস্টার কামাল স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন পঞ্চম শ্রেণির হুজাইফা এবং ইসলামী সংগীত পরিবেশন করেন দ্বিতীয় শ্রেণির মিমতাহা বেগম।
প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এবং বিশেষ অতিথি ছিলেন বদর শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহবুবুল মাওলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ, প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ, সানাউল্লাহ সাহেবসহ অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দ।
সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ সবুর খান।