বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫টায় জামায়াতের সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মোহাম্মদ আলাউদ্দীন সিকদার বলেন, “নতুন বাংলাদেশ গড়ার জন্য যুবসমাজকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে যুবকদের সক্রিয় ও আপোষহীন ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, দেশে বর্তমানে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই লক্ষ্যে রাষ্ট্রীয় কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর পুরো জাতি একটি উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যুবসমাজকে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে। তাহলেই দেশ অপশাসন ও দুঃশাসন থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ।”
সমাবেশের সভাপতিত্ব করেন যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান এবং সঞ্চালনা করেন সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ছায়েদুল ইসলাম।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা মজলিসে শূরা সদস্য ও সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি, সন্দ্বীপ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবু তাহের , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ সন্দ্বীপ জামায়াত শাহেদ খাঁন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ সবুর খাঁন , পেশাজীবী বিভাগ সন্দ্বীপ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাব।
সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুব বিভাগের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আবু তালেব নিশাদ। এই যুব সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।