সন্দ্বীপে বাল্য বিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা কমিনিউটি নেতা, সাংবাদিকনেতা ও নির্বাচিত প্রতিনিধিদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ সংস্থার এনাম নাহার মোড় কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ কমিনিউটি ফোরাম সভাপতি মাস্টার আবুল কাশেম শিল্পী।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের সন্দ্বীপ অঞ্চলের প্রধান মোঃ শামসুদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আবদুল খালেক, বাংলাদেশ নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা শাহিনা বেগম, নাট্য ব্যক্তিত্ব কামাল উদ্দিন তালুকদার কমিনিউটি ফোরামের সাধারণ ডাক্তার আতাউল হাকিম, এনাম নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের সজ প্রধান শিক্ষক মাধদ চন্দ্র দাশ, বাংলাদেশ নারী প্রগতি সংঘের এনাম নাহার মোড় শাখার ব্যবস্হাপক আবদুল কাইয়ুম, হারামিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার কাজী নিজাম উদ্দিন, সন্দ্বীপ উপজেলা হিন্দু বিবাহ রেজিস্ট্রার তুষার চ্যাটার্জি, হারামিয়া ইউনিয়ন পরিষদের সচিব কাজী মেহরাজুল ইসলাম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, বিপ্লব কুমার গুহন, কিরণ চন্দ্র রায়, শিক্ষক সাংবাদিক সাইফুল ইসলাম ইনসাফ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন, মুছাপুর ইউপি সদস্য মোঃ বাবুল, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, আবু তাহের, সুরাইয়া বেগম, হারামিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম, মোঃ রফিক, লুনা বেগম, জান্নাতুল ফেরদৌস, পারুল বেগম, রহমতপুর ইউপি সদস্য মোঃমামুন, ওমর শরীফ, রুমা বেগম, রাহেনা বেগম, ব্যাবসায়ী নেতা সামছুদ্দীন, শিক্ষক নেতা খালেদ বেলাল, সিএইচপি নেত টিটু সোম।
বক্তৃারা বলেন তৃনমুল পর্যায়ের সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠক করে অবিভাবকেদের বাল্যা বিবাহের কুফল সম্পর্কে সচেতন করা, বয়স বাড়িয়ে জম্ম নিবন্ধন না দেয়া, এফিডেভিট যে আইন সম্মত নয় তা প্রচার করতে হবে, ধর্মীয় অনুষ্ঠান গুলিতে বাল্যা বিবাহের কুফল সম্পর্কে প্রচার করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের কে আরো দায়িত্বশীল হতে হবে।