চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সারিকাইত ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আনিস আকতার টিটু।
পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন কমিশনার ও মাহবুবুল আলম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম ও আসিফ আকতার, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বাহার, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মগধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দীন মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুপ মেম্বার ও সাধারণ সম্পাদক ইসমাইল মেম্বার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতা–কর্মীরা ঐক্যবদ্ধ। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী এডভোকেট আবু তাহেরকে বিজয়ী করার আহ্বান জানান।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 


















