‘শিক্ষকের কণ্ঠস্বর:শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সন্দ্বীপে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ অক্টোবর) সকালে র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত মাহবুবুর রহমান রহমান, প্রধান শিক্ষক আমিনুর রসুল, দিদার হোসেন, মাইনউদ্দীন, দিদারুল আলম, প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন