সন্দ্বীপে বেশি দামে ডিম বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলা কমপ্লেক্স শহরের রিপাত এন্টারপ্রাইজ ও খন্তার হাটের আহমেদ এন্টারপ্রাইজকে বিশেষ টাস্কফোর্সের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
অভিযানে ডিমের আড়তদার গোলাম মাওলা( ৫০)কে তিন হাজার টাকা ও ওমর ফারুক শিবলু( ৩৫) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ডিমের দাম অতিরিক্ত (জোড়া ৩০ টাকা) করে রাখার কারণে জরিমানা করা হয়। অভিযানে দুই ব্যবসায়ী মূল্যতালিকায় ডজনপ্রতি ডিম ১৫০ টাকা উল্লেখ করলেও অতিরিক্ত ১৫ টাকা নিয়ে ১৬৫ টাকায় বিক্রি করছিল। তাদের আশপাশের সব দোকানেও ডজনপ্রতি ১৫০ টাকায় ডিম বিক্রি হচ্ছে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে দুই প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ও নাজির হাটে ভাই ভাই পোল্ট্রি ফিড সেন্টার কে অভিযানে সতর্ক করা হয়। একইসময় ব্যবসায়ীদের পাকা ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট
এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল, সাংবাদিক ইলিয়াছ সুমন, মাহমুদুর রহমান, পুলিশের একটি টিম উপস্থিত ছিল।