গত ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নিহত হয় সাইমুন।
১৫ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় শহীদ সাইমুনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার। তিনি শহীদ সাইমুনের মায়ের হাতে নগদ এক লক্ষ টাকা প্রদান করে তার মায়ের কথা শুনেন। এবং যে কোন সহযোগিতা প্রদানের আসস্ত করেন।ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, দি গার্ডিয়ানের স্টাফ রিপোর্টার কাজী শামসুল আহসান খোকন সহ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ গ্রহন করা কয়েকজন ছাত্র।