চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ের উত্তরে, ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে চারটি দোকান। আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত দুইজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে একটি মুদি দোকান, গ্যাস বিক্রির দোকান, প্রাণিসম্পদের ওষুধের দোকান এবং একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে সন্দ্বীপ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।
আগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দায়ী করলেও, সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার (লিডার) উচিং ফর মারমা জানান, “আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে চূড়ান্তভাবে বলা যাবে।”
অগ্নিকান্ডে আহত ২ জনকে সন্দ্বীপ স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা এবং সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী। ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাজুড়ে বাড়তি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 



















