মহান বিজয় দিবস উপলক্ষে একে এইচ কতৃক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টা সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান ক্রিড়াঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোছাদ্দেকুল মাওলা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খেলা উপভোগ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা।
উপস্থিত ছিলেন আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান, বিএনপি নেতা হুমায়ুন কবির সওদাগর, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান। টু
নামেন্টের স্পন্সর ছিলেন একে এইচ গ্রুপ, টুনামেন্ট এডভাইজার বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলাম । ফাইনাল খেলায় প্রতিদন্ধিতা করেন ফেন্ডন্স ক্লাব ও স্পটিং ক্লাব। স্পটিং ক্লাব ২-০ তে বিজয়ী হয়।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 



















