সন্দ্বীপে টানা ভারী বর্ষণে ফের ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার রাত থেকে মাত্র ছয় ঘণ্টার টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ফসলি জমি, রাস্তা, মাছের ঘের এবং নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
রবিবার সকালে সরেজমিনে মুছাপুর ইউনিয়নের ৯ ও ১ নম্বর ওয়ার্ডে দেখা যায়, মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সত্য নারায়ণ ধাম, শ্রী শ্রী বীরশ্ররী কালিবাড়ী ধাম হয়ে পণ্ডিতের হাট পর্যন্ত রাস্তাগুলো কোমর-সমান পানিতে ডুবে আছে। অনেক ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে, বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খাল ও ড্রেনেজ ব্যবস্থার সঠিক সংস্কার না হওয়ায় এবং পর্যাপ্ত পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থেকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে পরিস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন তারা।
এদিকে, উপজেলার মুছাপুর, বাউরিয়া, হারামিয়া ও দক্ষিণ সন্দ্বীপসহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।