চট্টগ্রাম 6:09 pm, Thursday, 31 July 2025

সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড 

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সেনেরহাট বাজারে অবস্থিত ‘সিয়াম ট্রেডার্স’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দোকানে বিপুল পরিমাণে মাছ ও পোলট্রি খাদ্য, গো-খাদ্য, ৮টি অকটেন ও ডিজেলভর্তি ড্রাম, প্রায় ২৫টি গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য দাহ্য পদার্থ স্তূপাকারে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

দোকানের মালিক মো. সাইফুল ইসলাম (৪৫), পিতা মৃত সাইদুল হক—মোবাইল কোর্টকে কোনো ধরনের বৈধ ট্রেড লাইসেন্স, ডিলিং লাইসেন্স বা গ্যাস সিলিন্ডার (দাহ্যদ্রব্য) সংরক্ষণ ও বিক্রয়ের অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন। অভিযানে অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারা এবং নিজের দোষ স্বীকার করায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান চলাকালে মোবাইল কোর্টের পেশকার আরিফ বিন হোসেন ও মো. ইয়াছির আরাফাত, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) স্বপন কুমার পাল এবং তাঁর নেতৃত্বে একটি চৌকস আনসার দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা সম্পন্ন

সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড 

Update Time : 09:30:56 pm, Wednesday, 30 July 2025

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সেনেরহাট বাজারে অবস্থিত ‘সিয়াম ট্রেডার্স’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দোকানে বিপুল পরিমাণে মাছ ও পোলট্রি খাদ্য, গো-খাদ্য, ৮টি অকটেন ও ডিজেলভর্তি ড্রাম, প্রায় ২৫টি গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য দাহ্য পদার্থ স্তূপাকারে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

দোকানের মালিক মো. সাইফুল ইসলাম (৪৫), পিতা মৃত সাইদুল হক—মোবাইল কোর্টকে কোনো ধরনের বৈধ ট্রেড লাইসেন্স, ডিলিং লাইসেন্স বা গ্যাস সিলিন্ডার (দাহ্যদ্রব্য) সংরক্ষণ ও বিক্রয়ের অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন। অভিযানে অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারা এবং নিজের দোষ স্বীকার করায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান চলাকালে মোবাইল কোর্টের পেশকার আরিফ বিন হোসেন ও মো. ইয়াছির আরাফাত, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) স্বপন কুমার পাল এবং তাঁর নেতৃত্বে একটি চৌকস আনসার দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।