সারা দেশের ন্যায় সন্দ্বীপে ও যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস বাঙ্গালি জাতির জীবনে এক গৌরবময় দিন। ১৯৭১ সালে বীর বাঙ্গালি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চুড়ান্ত বিজয় অর্জনের মধ্যে দিয়ে বিশ্বে মানচিত্রে অভূদ্যয় ঘটে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধাদের আত্মদান কারী বীর শহীদদের দিবসটি যথাযথ ভাবে পালন করছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।
এ উপলক্ষে সকালে সূর্যদয়ের সাথে সাথে সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে ৩১ বা তোপধ্বনি পুষ্পমাল্য অর্পণ সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন, সকাল ৮ টায় সন্দ্বীপ উপজেলা মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তলন কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন, অংশ গ্রহন করে পুলিশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউট, স্কাউট, গালর্স গাইড, ও শিশু কিশোর সংগঠন, সকাল ১০ টা দিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন, বেলা ১১ টা কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, বেলা ১.৩০ হাসপাতালে ও এতিম খানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বেলা ২ টায় মসজিদ মন্দির গির্জায় বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।বিকেলে প্রতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, সন্ধ্যা ৬ টা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
উক্ত অনুষ্ঠানে গুলিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন , সোনালী ব্যাংক ব্যবস্হাপক নিজাম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, উপজেলা সমবায় অফিসার দিদারুল আলম, উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক মানস নন্দী, সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।
এদিকে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, সন্দ্বীপ থানা, উপজেলা স্বাস্থ্য বিভাগ,
সন্দ্বীপ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল, মহিলাদল, ওলামা দল, তাতীদল, জাসাস, উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির , শ্রমিককল্যান ফেডারেশন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠন। বেলা ৩ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স দলীয় কার্যালয় থেকে গনমিছিল বের করে এতে বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মি অংশ গ্রহন করে। বিকেল ৪ টায় এনাম নাহার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ শাখা আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধানা প্রদান করে কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।