চট্টগ্রাম 5:10 pm, Saturday, 15 November 2025

সন্দ্বীপে মাদ্রাসা শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সন্দ্বীপে মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে মাদ্রাসা শিক্ষক সমাবেশ ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাউজক উত্তরা মডেল কলেজের অধ্যাপক আনোয়ারুল কাবির, সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নাজির আহম্মেদ, সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম হালিম উল্ল্যাহ, সারিকাইত মমতাজুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আমিন, ডাক্তার আহমেদ উল্ল্যাহ জাদিদ মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।

অতিথির বক্তৃতায় আলাউদ্দীন সিকদার বলেন, “মাদ্রাসা শিক্ষা আমাদের সমাজের ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের মূলভিত্তি। এটি শুধু জ্ঞান অর্জনের পথ নয়, বরং চরিত্র গঠন, আদর্শিক মানুষ তৈরি ও সমাজকে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আলোকিত করার মহান দায়িত্ব পালন করে।”

তিনি বলেন, কুরআন-হাদীস ভিত্তিক শিক্ষা মানুষের ঈমান, আকীদা ও আখলাককে দৃঢ় করে। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ার সময়ে মাদ্রাসা শিক্ষার বিকাশই পারে মানুষকে সত্য, ন্যায় ও মানবিকতার পথে পরিচালিত করতে। যুগে যুগে আলেম সমাজ দেশের জ্ঞান, গবেষণা, সামাজিক সংস্কার ও দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

মাদ্রাসা শিক্ষাকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “সমসাময়িক বিষয়, তথ্যপ্রযুক্তি, ভাষা ও দক্ষতা উন্নয়নকে ইসলামী শিক্ষার সঙ্গে সমন্বয় করলে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় আরও সক্ষম হবে।”

তিনি মাদ্রাসাকে “নৈতিকতার কারখানা, মানবতার প্রশিক্ষণ কেন্দ্র এবং সমাজ সংস্কারের চালিকা শক্তি” হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষক মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সকলের দায়িত্ব বলেও মন্তব্য করেন।

শেষে তিনি দেশ-জাতির কল্যাণ ও মাদ্রাসা শিক্ষার আরও প্রসার ও শক্তিশালী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল মিরসরাই উপজেলার সভাপতি দিদারুল করিম মাষ্টার ও সাধারণ সম্পাদক মোঃ আবু ছালেক

সন্দ্বীপে মাদ্রাসা শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : 03:55:15 pm, Saturday, 15 November 2025

সন্দ্বীপে মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে মাদ্রাসা শিক্ষক সমাবেশ ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাউজক উত্তরা মডেল কলেজের অধ্যাপক আনোয়ারুল কাবির, সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নাজির আহম্মেদ, সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম হালিম উল্ল্যাহ, সারিকাইত মমতাজুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আমিন, ডাক্তার আহমেদ উল্ল্যাহ জাদিদ মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।

অতিথির বক্তৃতায় আলাউদ্দীন সিকদার বলেন, “মাদ্রাসা শিক্ষা আমাদের সমাজের ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের মূলভিত্তি। এটি শুধু জ্ঞান অর্জনের পথ নয়, বরং চরিত্র গঠন, আদর্শিক মানুষ তৈরি ও সমাজকে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আলোকিত করার মহান দায়িত্ব পালন করে।”

তিনি বলেন, কুরআন-হাদীস ভিত্তিক শিক্ষা মানুষের ঈমান, আকীদা ও আখলাককে দৃঢ় করে। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ার সময়ে মাদ্রাসা শিক্ষার বিকাশই পারে মানুষকে সত্য, ন্যায় ও মানবিকতার পথে পরিচালিত করতে। যুগে যুগে আলেম সমাজ দেশের জ্ঞান, গবেষণা, সামাজিক সংস্কার ও দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

মাদ্রাসা শিক্ষাকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “সমসাময়িক বিষয়, তথ্যপ্রযুক্তি, ভাষা ও দক্ষতা উন্নয়নকে ইসলামী শিক্ষার সঙ্গে সমন্বয় করলে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় আরও সক্ষম হবে।”

তিনি মাদ্রাসাকে “নৈতিকতার কারখানা, মানবতার প্রশিক্ষণ কেন্দ্র এবং সমাজ সংস্কারের চালিকা শক্তি” হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষক মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সকলের দায়িত্ব বলেও মন্তব্য করেন।

শেষে তিনি দেশ-জাতির কল্যাণ ও মাদ্রাসা শিক্ষার আরও প্রসার ও শক্তিশালী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।