পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম আলহাজ্ব মাস্টার শামসুল হক ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২২০ পরিবার কে ইফতার সামগ্রী বিতরণ ও ১৪০ পরিবারকে অর্থ অনুদান দেওয়া হয়েছে। ২০ মার্চ সকালে মুছাপুর ৫ নং ওয়ার্ড ভূলাই বাড়ীতে এ সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কো চেয়ারম্যান মোহাম্মদ রিদোয়ানুল বারী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, প্রধান বক্তা হিসাবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোঃ নিজাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব কামরুল হাসান, বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা কৃষকদলের আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টো, উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, মুস্তাফিজুর রহমান কলেজের প্রভাষক মোঃ মিলাদ হোসেন, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান নাহিদ, ফাউন্ডেশনের এনায়েত হোসেন, কৃষকদল নেতা আলমগীর, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার নিজাম উদ্দিন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাখাওয়াত হোসেন। সার্বিক সহযোগিতা করেছেন, একরামুল হক সাজিদ, তাহিম মনসুর।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ 














