যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের সন্দ্বীপে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।
দিবসটির সূচনা হয় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সকাল সাড়ে ৮টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, কৃষকদল, সন্দ্বীপ পৌরসভা বিএনপি, বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখা, সন্দ্বীপ রক্তদাতা সংগঠন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, এসডিআই, স্বেচ্ছাসেবক দল, সন্দ্বীপ অধিকার আন্দোলন, সন্দ্বীপ প্রেস ক্লাব, জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন সন্দ্বীপ, একতা ক্লাব, সন্দ্বীপ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মামরা, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জায়েদ নুর, উপজেলা কৃষি অফিসার মারুফ হাসান, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ ও সেক্রেটারি মাওলানা আবু তাহেরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দুপুরে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 

















