চট্টগ্রামের সন্দ্বীপে মো. রিফাতুর রহমান হত্যা মামলার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেল ৫টায় মগধরা ইউনিয়নের ষোলশহর বাজারে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী, তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ব্যানার, ফেস্টুন হাতে তারা রিফাত হত্যার প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার দাবি তোলেন।
রিফাতের পিতা জামশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে বাড়ির পাশ থেকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই।”
মানববন্ধনে স্থানীয় সমাজকর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “আমরা কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব চাই না। আমরা চাই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।”
প্রসঙ্গত, গত ১৯ মে রাজনৈতিক বিরোধের জেরে রিফাতকে অপহরণ করে নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে ২০ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৪ মে সন্দ্বীপ থানায় বিএনপির এক নেতাসহ ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 



















