চট্টগ্রামের সন্দ্বীপে অবস্থিত হাজী আবদুল্লাহ তৈয়বুর নুর One’s সালাম ক্যাটেড মাদ্রাসার সভাপতি ও সদ্য নির্বাচিত সন্দ্বীপ পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা প্রদান ও ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৩টায় দারুস সালাম কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং মাদ্রাসার সভাপতি মোঃ রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন, সমাজসেবা সম্পাদক ডা. জামশেদ,অর্থ সম্পাদক আব্দুর রহিম সওদাগর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান বাদশা ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীগণ অনুষ্ঠানে বক্তারা মোঃ রেজাউল করিমের নেতৃত্ব, সমাজসেবায় অবদান ও শিক্ষা উন্নয়নে তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে ফলাফল প্রকাশ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি হয়।