চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে “স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ তারিখে উপজেলা পরিষদের হল রুম ও কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর যৌথ বাস্তবায়নে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল মালেক, বিসিএসআইআর-এর সায়েন্টিফিক অফিসার মোঃ তানজিল আহম্মেদ শাওন, সহকারী সচিব মোজাম্মেল হক, প্রশাসনিক কর্মকর্তা আমিমাতুল এহসান এবং ল্যাব এটেনডেন্ট আবু হানিফ।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের আলোচনায় প্রযুক্তির স্থায়ী ও লাগসই ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী প্রযুক্তির সম্প্রসারণে জনসচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শুধুমাত্র প্রযুক্তি সচেতনতা বৃদ্ধিতে নয়, বরং সামগ্রিক উন্নয়নমূলক কার্যক্রমকে ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
সেমিনারটি প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসারে সন্দ্বীপে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল বলে আয়োজকরা মন্তব্য করেন।