জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা দোয়া মাহফিলে ও আলোচনা সভার আয়োজন করছে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার ১৮ অক্টোবর সকালে শেখ রাসেলের প্রতি মাল্যদান পুষ্পস্তবক অর্পণ সকাল দশটায় আনন্দ র্যালী পরে সন্দ্বীপ উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে উক্ত আলোচনা সভা দোয়া মাহফিল কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দীন বেদন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেছা চৌধুরী জেসি সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম, সলিম উল্ল্যহ ও সিরাজুল ইসলাম, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ জামিল ফরহাদ, এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম বার্ষিকীতে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যেগে ছাত্র ছাত্রী দের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মঈনউদ্দীন, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম সহ উপজেলা পরিষদের কর্মকর্তারা।