সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ নিয়ে এক বৃহৎ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব সন্দ্বীপ হাইস্কুল মাঠে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শই মানবজাতির মুক্তির একমাত্র পথ। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে নবীজির আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ড. বিএম মফিজুর রহমান আল আজহারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহানবী (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। তাঁর জীবনাদর্শ অনুসরণ ছাড়া বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার। তিনি বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সিরাত মাহফিলের গুরুত্ব অপরিসীম। নবীজির আদর্শ বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউছুপ বিন আবু বক্কর এবং সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। তাঁরা তাঁদের বক্তব্যে শ্রমিক সমাজকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও বিশেষ ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের, মাওলানা মাহাবুব উল্ল্যাহ এবং মাওলানা খবিরুল ইসলাম। তাঁরা মহানবী (সা.)-এর চরিত্র, দাওয়াতি জীবন ও সমাজ সংস্কারে তাঁর ভূমিকা নিয়ে হৃদয়স্পর্শী আলোচনা করেন।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
—
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 


















