চট্টগ্রামের সন্দ্বীপে জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা সাধারণ সম্পাদক ও পন্ডিতের হাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দীন বাবুলের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেল ৪ টায় সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাছির উদ্দীন বাবুল জানান, গত ১৫ অক্টোবর পন্ডিতের হাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন মহল থেকে হুমকি পেয়ে আসছিলেন।
তিনি অভিযোগ করে বলেন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সারিকাইত এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির সামনে পৌঁছালে পিছন থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। জীবন বাঁচাতে তিনি দ্রুত মোটরসাইকেল ফেলে দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। পরে বিষয়টি তিনি থানা প্রশাসনকে জানান এবং সন্দ্বীপ থানার ওসির কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রীস আলম, উপজেলা বিএনপির সদস্য আশ্রাফ উদ্দিন, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল আলীম মেম্বার, সদস্য সচিব তসলিম, যুবদল নেতা মাইনউদ্দীন শিকদার ও নাহিদ মেম্বারসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মী।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 


















