সন্দ্বীপ উপজেলার দেলোয়ার খাঁ হাইওয়ে সড়কের বাউরিয়া ইউনিয়নের নোয়াহাট এলাকায় মডেল মসজিদ সংলগ্ন মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান ( ৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
কাছিয়াপাড় মন্তার হাট অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে রবিবার বেলা ২ টায় গাছুয়াতে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী হাসান হারামিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাছিয়াপাড় গ্রামের সৈয়দ মিয়ার বাড়ীর দুলালের পুত্র। নিহত মেহেদী হাসানের চাচা হাসান খান সন্দ্বীপি জানান দুপুরে দোকান বন্ধ করে মোটরসাইকেলে গাছুয়াতে শশুর বাড়ি যাওয়ার পথে পথে নেয়া হাট মডেল মসজিদ সংলগ্ন অতিরিক্ত ভাবে গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোড়ে পড়ে মাথা থেতলে যায়, পরে তাকে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে আসা হয়।
মালেক মুন্সি বাজার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানোজার আকবর হোসেন জানান বেলা ৩ টায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়, সম্ভবত হাসপাতালের নিয়ে যাওয়ার পথের মধ্যে মৃত্যু হয়। নিহত মেহেদী হাসানের ৮ বছর বয়সী ১ ছেলে ও স্ত্রী রয়েছে।
এ বিষয়ে সন্দ্বীপ অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত সম্পর্কে এখনো অবগত নই কেউ এ বিষয়ে জানাইনি।