মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন এর উদ্যেগে বিশিষ্ট সমাজকর্মী সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল বাশার এর শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫ টা গুপ্তছড়া বাজার মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের হলরুমে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মাস্টার মাইনউদ্দীন।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ ও সংগঠনের সহ সভাপতি মোঃ হানিফ, সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত রায়, গাছুয়া একে একাডেমির প্রধান শিক্ষক আমিনুর রসুল, দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একে ফজলুল করিম, সেকান্দর সাফিয়া মাদ্রাসা সুপার মাওলানা ও সংগঠনের সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাস্টার মোঃ মোস্তফা, ও মাওলানা জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক ইলিয়াছ সুমন।
অর্থ সম্পাদক আব্দুর রহিম সওদাগর, সাংস্কৃতিক সম্পাদক মাস্টার শামসুদ্দিন, সহ প্রচার সম্পাদক মাওলানা আলাউদ্দীন, সমাজসেবা সম্পাদক ডাক্তার জামশেদ, সহ অর্থ সম্পাদক সাজেদুল করিম তুহিন, সহ সমাজসেবা সম্পাদক মাস্টার মোঃ আলী, সদস্য আব্দুল কাইয়ুম, হাফেজ মামুন। বক্তরা বলেন আবুল বাশার ছিলেন একজন সাধাসিধা ও সহজ মনের অধিকারি ব্যক্তিত্ব, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে তিনি ছিলেন নির্লোভ ও নিরহংকারী আজীবন তিনি সমাজকর্মের মাধ্যমে মানুষের পাশে থেকেছেন।
উল্লেখ্য গত ২৯ মার্চ আবুল বাশার ৮০ বছর বয়সে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেন।