দেশের চতুর্থ প্রজন্মের শতভাগ অনলাইন ও ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানী সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সন্দ্বীপ টাউন মেট্রো শাখা কর্তৃক আয়োজিত ওমরাহ কন্টেস্ট এর ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স শাখায় অনুষ্ঠিত ট্রেনিং কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড সন্দ্বীপ টাউন মেট্রো শাখার ইনচার্জ মোবারক হোসাইন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর এএমডি মাওলানা মুহাম্মদ আলাউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ টাউন মেট্রো শাখার অফিসার হাফেজ বেলাল উদ্দিন, ট্রেনিং প্রদান করেন কোম্পানির এক্সিকিউটি অফিসার( ট্রেনিং)মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, অনুষ্ঠানে ৪০ জন ইউনিট ম্যানেজার ও এফএ কে বিভিন্ন ভাবে কোম্পানির সফল ভাবে কাজ করায় বর্ষসেরা হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।