সন্দ্বীপের সামাজিক মানবিক ও জনকল্যাণমুখী সংগঠন হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের উদ্যেগে ১১৯ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের আয়োজনে ৬ জানুয়ারি ২০২৩ সকাল ১০ টায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ লিয়াকত আলী।
সন্দ্বীপের মুছাপুর ১নং ওয়ার্ডে হাজী আবদুল বাতেন সওদাগর সাহেবের বাড়িতে হওয়া –
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন।
মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১১ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের পরিচালক আবু তাহের, রুপালি লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক, সন্দ্বীপ সমিতি ঢাকার সাবেক সভাপতি মোঃ আলমগীর, মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোঃ মাইনউদ্দীন, যুক্তরাষ্ট্র প্রবাসী এডভোকেট আরিফুর রহমান চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার আবুল কাশেম মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মুহিতুল মাওলা মুকুট, সাবেক ছাত্রলীগ নেতা দাউদ খালেদ চৌধুরী,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মাস্টার সাহাব উদ্দিন শওকত, থানা উন্নয়ন সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, আলিমিয়ার বাজার সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহ্বায়ক মিলাদ মোদাচ্ছির, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার অনলাইন সাংবাদিক ফসিউল আলম মুছাপুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আকরাম ও সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন ।
অনুষ্ঠানে ১১৯ জন কৃতি ছাত্র ছাত্রীদের কে বৃত্তি স্বরুপ নগদ এক হাজার টাকা সনদ ও শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করা হয়। এর বাহিরে আরো ১০০ জন কে আলাদা ভাবে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।