আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ২৮১ চট্টগ্রাম (৩) সন্দ্বীপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনে আচরণ বিধিমালা ও আইনশৃঙ্খলা বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান । সভায় তিনি বলেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তি পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা যা কররার দরকার আমরা করবো। ভোট হবে সুষ্ঠু এবং সুন্দর ও নিরপেক্ষ ।পৃথক পৃথক সভায় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচারণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এদিকে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় অবাধ সুষ্ঠু নির্বাচানের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, কেউ আইনের উর্দ্ধে নয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সরকার বদ্ধ পরিকর। এক্ষেত্রে আপনারা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন সবার সহযোগিতা প্রয়েজন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ বিপিএম পিপিএম বার, উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মুরাদ ইসলাম, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, সহ জেলা উপজেলা সরকারি কর্মকর্তা বৃন্দ।
আট প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাহফুজুর রহমান মিতা , স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, জাতীয় পাটির মনোনীত উপজেলা জাতীয় পাটির সভাপতি এম এ সালাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল আকতার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান,বাংলাদেশ সুপ্রিম পাটির কেন্দ্রীয় নেতা নুরুল আনোয়ার হিরণ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ উল্ল্যাহ খান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত আবদুর রহিম আজাদ সহ তাদের প্রস্তাব কারী ও সমর্থন কারী বৃন্দ।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 



















