আজ ২৫ আগস্ট ২০২৫, সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের সমন্বয় সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আইন-শৃঙ্খলা সভার মূল বিষয়গুলো হলো, অপরাধ দমন, মাদক, সন্ত্রাস, ছিনতাই রোধে জনসাধারণের সহায়তায় গুরুত্বারোপ।
অনলাইন প্রতারণা, বিকাশে টাকা দাবি ইত্যাদি প্রতারণা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ।
গ্রাম আদালত ও জন্মনিবন্ধন, কার্যকর পদক্ষেপ ও সফল কর্মকর্তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত।
উঠান বৈঠক, সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভার আয়োজন।
স্বাস্থ্যকেন্দ্রের সমন্বয়, জন্মনিবন্ধন ছাড়া দ্বিতীয় ডোজ টিকা না দেওয়ার সিদ্ধান্ত।
অবৈধ যানবাহন, কিশোর চালক ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
সমন্বয় সভার আলোচিত বিষয়, চাল ও টিসিবি পণ্য বিতরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত।
উন্নয়ন প্রকল্প, অশুভ প্রভাব পরিহার ও স্বচ্ছ বাস্তবায়নে গুরুত্ব।
নাগরিক সেবা, হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা, যথাযথ কাগজপত্রের প্রয়োজনীয়তা।
সভায় অংশগ্রহণকারীরা নিরাপদ, সুশাসনভিত্তিক ও আধুনিক উপজেলা গঠনে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতিমণ্ডলী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।