সন্দ্বীপ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ১১ জুন মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম, সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, সন্দ্বীপ থানার ওসি তদন্ত জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন , কোষ্টগার্টের কন্টিনিন্টের কমান্ডার রাজু আহম্মেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, দীর্ঘপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম পৌর প্যানেল মেয়র সফিকুল মাওলা, সন্দ্বীপ টাউন মার্চেন্টের সভাপতি শাহ আকবর হেলাল প্রমুখ,
সভায় আসন্ন ঈদুল আজহার কোরবানি গরুর হাটে নিরাপত্তা জোরদার, হাট শেষে বজ্য অপসারণ, জালটাকার ব্যাপারে সতর্কআরোপ, বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা করা, মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।