পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ নৌ যাতায়াত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অস্থায়ী কোরবানির পশুর হাট অনুমোদন সংক্রান্ত মতবিনিময় সভা ১৩ জুন ২০২৩ বেলা ১১ টায় উপজেলা কমপ্লেক্স বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, সন্দ্বীপ উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন বেদন, সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তা মেসবাহুল করিম, সন্দ্বীপ থানার ওসি তদন্ত জাকির হোসেন, সন্দ্বীপ উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, কোষ্টগাট পূর্ব অঞ্চলের কমান্ডার এয়াকুব, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন জাপর, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম, পৌরসভা প্যানেল মেয়র সফিকুল মাওলা, মগধরা ইউপির প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মাসুদ, মুছাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আকরাম হোসেন, আজিমপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক, ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন প্রমুখ।