সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে। গতকাল সকাল সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে, দু একটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ ছাড়া নির্বাচনে তেমন কোন গোলযোগ বা বিক্ষিপ্ত কোন ঘটনা ঘটেনি।
সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় কোন কেন্দ্রে ভোটারদের কোন লাইন নেই, অনেক দায়িত্ব রত প্রসাইডিং অফিসার পোলিং অফিসার পুলিশ আনসার সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে। বেলা ৪ টায় ভোট গ্রহন শেষে গননা করা হয়, রাত আটটায় উপজেলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন উপ- নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার শফিকুর রহমান,
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা ও সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদন্ধিতা করেন,
ফলাফলে দেখা যায় ৮৬ টি কেন্দ্রের মধ্যে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুক পেয়েছেন ১৫০০৭ ভোট, তার নিকটতম প্রতিদন্ধি উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম জিল্লু পেয়েছেন ১৩১১০ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন সন্দ্বীপী পেয়েছেন ৩০৯৮ ভোট, নির্বাচনে প্রদত্ত ভোটের হার ১৩.১৩, ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩১২১৫ জন বাতি হয় ২৬৪ ভোট,
নির্বাচন ফলাফল ঘোষণার সময় উপজেলা কমপ্লেক্সে ১১শ ভোটে এগিয়ে থাকার দাবি নিয়ে ইব্রাহিম জিল্লুর চশমা প্রতিকের প্রার্থীর সমর্থরা বিক্ষোভ করেন।