সন্দ্বীপ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে এক বর্ণাট্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে সেনেরহাট এ গিয়ে আবার উপজেলা পরিষদে এসে র্যালির সমাপ্তি হয় পরে তারুণ্যের উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, উপজেলা প্রকৌশলী আবদুল আলীম, চট্টগ্রাম উত্তর জেলা বিএমপি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর ঠাকুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক কৃষি ব্যাংক ম্যানেজার আক্তারুজ্জামান সুজন, আহসান জামীল পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ কামরুল প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার বলেন – ৫২ দিন ব্যাপি তারুণ্যের উৎসব কর্মসূচি উদযাপিত হবে , কর্মসূচির মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, মশক নিধন কর্মসূচি,বিভিন্ন রকম সচেতনামূলক অনুষ্ঠানে, বইমেলা, খেলাধুলার সহ বিভিন্নরকম প্রদর্শনী রয়েছে।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম, মৎস্য অফিসার আতিকুল্লাহ, খাদ্য অফিসার মাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান বাদশা, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান হাসানুজ্জুমান মামুন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন দিদার, মাইনউদ্দীন, নাজিম কমিশনার, শামীম, মাহবুব আলম শিমুল, যুবদলের সদস্য সচিব এম আজিজ, উপজেলা ছাত্রদল সদস্য সচিব শহিদুল ইসলাম, পাপেল,রেজাউল করিম রিয়াদ , সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, আকরাম খান মুকুল, দিদারুল আলম সোহেল, আবদুর রহিম, সাংবাদিক হাসানুজ্জামান,জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যুগ্ন সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।