সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রেজাউল করিমকে উষ্ণ সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের নুরুল মোস্তফা খোকন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাদ্দুকুল মাওলা। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ মাইনউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রেজাউল করিম বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা, শিক্ষক প্রতিনিধি মাইমুনা খানম, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন, অভিভাবক প্রতিনিধি ফয়েজ উল্ল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আল মোস্তাফিজ ও আব্দুর রহিম সওদাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মাস্টার গোফরান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা গণ।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের উন্নয়নে নবনির্বাচিত সভাপতির ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করেন এবং বিদ্যালয়কে মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।