সন্দ্বীপ পৌর এলাকার জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রণোদনা হিসেবে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পৌর ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।
প্রথম দিনে পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৮০ জন নিবন্ধিত জেলের মধ্যে প্রতিজনকে ১৫ কেজি করে চাউল প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় মোট ৩১৩ জন জেলেকে চাউল বিতরণ করা হবে, যার মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ২২৫ জন।
চাউল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জুয়েল, পৌরসভার সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম, নক্সাকার রবিউল ইসলাম, বিএনপি নেতা সাইফুর রহমান শামীম ও আকতার হোসেন প্রমুখ।
পৌর প্রশাসক মংচিংনু মারমা বলেন, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সঠিকভাবে এবং স্বচ্ছভাবে এ সহায়তা বিতরণ নিশ্চিত করতে।”