চট্টগ্রাম 4:10 pm, Thursday, 31 July 2025

সন্দ্বীপ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

সন্দ্বীপ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।ঘোষিত বাজেটে রাজস্ব খাত থেকে মোট ৪৩ লক্ষ টাকা এবং উন্নয়ন খাত থেকে ২৪ কোটি ৫০ লক্ষ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট আয়ের প্রাক্কলন করা হয়েছে ৪৯ কোটি ৩ লক্ষ টাকা। অপরদিকে, ব্যয় খাতে রাজস্ব খাতে ৪৩ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে ৪৯ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফলে মোট ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৫৮ হাজার টাকা। বাজেটে সম্ভাব্য রাজস্ব স্থিতি দেখানো হয়েছে মাত্র ২০ হাজার টাকা।

আগের বছরের তুলনামূলক চিত্র ২০২৪-২৫ অর্থবছরে মোট আয় ছিল ২৩ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৩১৮ টাকা এবং মোট ব্যয় ছিল ২৩ কোটি ৭০ লাখ ৪২ হাজার ৩১৮ টাকা। নতুন বাজেটে আয় ও ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধির দিকটিই বেশি আলোচিত হয় অনুষ্ঠানে।

বাজেটের মূল দিকনির্দেশনা পৌর প্রশাসক মংচিংনু মারমা জানান, এ বছর পৌরবাসীর উপর নতুন কোনো কর আরোপ করা হয়নি। বরং বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে জনজীবনের গুরুত্বপূর্ণ খাতগুলোকে। এর মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ও ফুটপাত উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা। তিনি জানান, পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপস্থিত বিশিষ্টজনদের মন্তব্য বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসকের সহায়তা কমিটির সদস্য ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, ৩/৪ নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, পৌর নক্সাকার রবিউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, এস এম মশিউল আলম শিবলী, ডা. সোহরাব হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান ,এনজিও প্রতিনিধি বাদল রায় স্বাধীন, আকরাম হোসেন, দুলাল চন্দ্র দাশ নাগরিক সমাজের প্রতিনিধি সাইফুর রহমান শামীম, মাইনউদ্দীন, নাজিম উদ্দীন, সোহেল রানা আকবর, মাকছুদুর রহমান বাবুল, রোজিনা আক্তার, মোঃ কাউছার, মাস্টার আকবর, মোঃ মাসুদ, জাকের হোসেন বিপুল, সাহাবউদ্দীন, আমানত কাদেরসিডিএ প্রতিনিধি সালাউদ্দিন রনি প্রমুখ।সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে পেশাজীবী সংগঠন, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বাজেটকে জনবান্ধব ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেন। তাঁরা বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকরী উদ্যোগ নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বোপরি, এ বাজেট সন্দ্বীপ পৌরবাসীর জন্য উন্নয়ন ও জনকল্যাণে এক নতুন দিক উন্মোচনের প্রত্যাশা জাগিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা সম্পন্ন

সন্দ্বীপ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

Update Time : 06:39:10 pm, Wednesday, 30 July 2025

সন্দ্বীপ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।ঘোষিত বাজেটে রাজস্ব খাত থেকে মোট ৪৩ লক্ষ টাকা এবং উন্নয়ন খাত থেকে ২৪ কোটি ৫০ লক্ষ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট আয়ের প্রাক্কলন করা হয়েছে ৪৯ কোটি ৩ লক্ষ টাকা। অপরদিকে, ব্যয় খাতে রাজস্ব খাতে ৪৩ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে ৪৯ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফলে মোট ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৫৮ হাজার টাকা। বাজেটে সম্ভাব্য রাজস্ব স্থিতি দেখানো হয়েছে মাত্র ২০ হাজার টাকা।

আগের বছরের তুলনামূলক চিত্র ২০২৪-২৫ অর্থবছরে মোট আয় ছিল ২৩ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৩১৮ টাকা এবং মোট ব্যয় ছিল ২৩ কোটি ৭০ লাখ ৪২ হাজার ৩১৮ টাকা। নতুন বাজেটে আয় ও ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধির দিকটিই বেশি আলোচিত হয় অনুষ্ঠানে।

বাজেটের মূল দিকনির্দেশনা পৌর প্রশাসক মংচিংনু মারমা জানান, এ বছর পৌরবাসীর উপর নতুন কোনো কর আরোপ করা হয়নি। বরং বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে জনজীবনের গুরুত্বপূর্ণ খাতগুলোকে। এর মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ও ফুটপাত উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা। তিনি জানান, পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপস্থিত বিশিষ্টজনদের মন্তব্য বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসকের সহায়তা কমিটির সদস্য ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, ৩/৪ নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, পৌর নক্সাকার রবিউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, এস এম মশিউল আলম শিবলী, ডা. সোহরাব হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান ,এনজিও প্রতিনিধি বাদল রায় স্বাধীন, আকরাম হোসেন, দুলাল চন্দ্র দাশ নাগরিক সমাজের প্রতিনিধি সাইফুর রহমান শামীম, মাইনউদ্দীন, নাজিম উদ্দীন, সোহেল রানা আকবর, মাকছুদুর রহমান বাবুল, রোজিনা আক্তার, মোঃ কাউছার, মাস্টার আকবর, মোঃ মাসুদ, জাকের হোসেন বিপুল, সাহাবউদ্দীন, আমানত কাদেরসিডিএ প্রতিনিধি সালাউদ্দিন রনি প্রমুখ।সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে পেশাজীবী সংগঠন, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বাজেটকে জনবান্ধব ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেন। তাঁরা বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকরী উদ্যোগ নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বোপরি, এ বাজেট সন্দ্বীপ পৌরবাসীর জন্য উন্নয়ন ও জনকল্যাণে এক নতুন দিক উন্মোচনের প্রত্যাশা জাগিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।