গর্ব করার মতো ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা এখন সময়ের দাবী। এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। স্বপ্ন অবশ্যই বড় হতে হবে, আর সে স্বপ্ন পূরণে ধাপে ধাপে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। সফলতা সহজে আসে না, এর জন্য প্রয়োজন সদিচ্ছা, লক্ষ্যপূরণে দৃঢ় মনোভাব এবং প্রবল ইচ্ছাশক্তি। পরিবার, সমাজ কিংবা আর্থিক অসচ্ছলতা এ ক্ষেত্রে কখনোই বড় বাধা নয়। গতকাল শনিবার সীতাকুণ্ডে জেএএম সংস্থা আয়োজিত দিনব্যাপী চার পর্বে সাজানো আলহাজ্ব গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃত্তির পৃষ্ঠপোষক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ এসব কথা বলেন।
চার পর্বে সাজানো এই অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় “ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা। শেষ পর্বে দেওয়া হয় গুণীজন সংবর্ধনা, যেখানে সীতাকুণ্ড পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রয়াত সমাজসেবক ও শিক্ষানুরাগী মিজানুল হক চৌধুরীর পরিবারকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। তার সন্তান ইঞ্জিনিয়ার শাহরিয়ার হোসেন চৌধুরী সংবর্ধনা গ্রহণ করেন।
এ বৃত্তি পরীক্ষায় মোট ৯৯২ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে মেধায় ৫ জন, ট্যালেন্টপুলে ১২ জন এবং সাধারণ গ্রেডে ১২ জনসহ মোট ২৯ জন বৃত্তি অর্জন করেন।
সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদের সভাপতিত্বে এবং বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ওবাইদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি তৌহিদুল ইসলাম টিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমদ সলু ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরীসহ প্রমুখ।