চট্টগ্রাম 11:50 am, Friday, 15 August 2025

সব মামলায় জামিনে মুক্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

সব মামলায় জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল।

সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ, কে, এ, এম মাসুম ওনার জামিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সাবেক পিজি হাসপাতাল ও বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়।

নিয়ম মাফিক সব জামিন নামার কাগজ যাচাই-বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়।

জানা যায়, গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ মোট ৬ বার সংসদ সদস্য হিসাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করেন। ২০২৪ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ছেলে ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল চট্টগ্রাম – ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ওজনে কারচুপি ও বিনা লাইসেন্সে খাদ্য তৈরীর অপরাধে ৩০ হাজার টাকা অর্থদন্ড

সব মামলায় জামিনে মুক্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

Update Time : 11:36:06 pm, Thursday, 14 August 2025

সব মামলায় জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল।

সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ, কে, এ, এম মাসুম ওনার জামিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সাবেক পিজি হাসপাতাল ও বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়।

নিয়ম মাফিক সব জামিন নামার কাগজ যাচাই-বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়।

জানা যায়, গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ মোট ৬ বার সংসদ সদস্য হিসাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করেন। ২০২৪ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ছেলে ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল চট্টগ্রাম – ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়